রামপুরে কাভার্ডভ্যান চাপায় রিকশা চালক নিহত
- Updated Oct 17 2023
- / 575 Read
শহর প্রতিনিধি:
ফেনীর রামপুরে কাভার্ডভ্যান চাপায় শরিফ হাওলাদার (৪০) নামের এক রিকশা চালকের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার বিকেল ৩টার দিকে ফেনী শহরের তাকিয়া রোড়স্থ সৈয়দ বাড়ি রাস্তার মাথায় এ দুর্ঘটনা ঘটেছে।
শরিফ হাওলাদার লক্ষীপুর জেলার সদর উপজেলার চর রমনী গ্রামের ছেওরা হাওলাদারের ছেলে। তিনি দীর্ঘদিন ফেনীর শাহিন একাডেমিতে একটি ভাড়া বাসায় থেকে রিকশা চালাতেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ওই সড়কের মেসার্স সিরামিক টাইলস এজেন্সির মালামাল নিয়ে কাভার্ড ভ্যানটি সৈয়দ বাড়ি রাস্তার মাথা সংলগ্ন গুদামের সামনে পার্কিংয়ের জন্য ঘোরাচ্ছিলেন। এসময় হঠাৎ গাড়িটি রাস্তায় চলাচলরত একটি ব্যাটারিচালিত রিকশা চাপা দেয়। এতে রিকশাটি দুমড়ে মুচড়ে যায়। তাৎক্ষণিক আশপাশের লোকজন এগিয়ে এলে রক্তাক্ত অবস্থায় রিকশাচালক শরিফকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদুল ইসলাম চৌধুরী বলেন, রিকশা চালকের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। কাভার্ড ভ্যানচালক পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Share News
-
সর্বশেষ সংবাদ
-
সর্বাধিক পঠিত